তোমার পৃথিবী তোমারই মতো আমায় কেনো নিলেনা ?
এইতো ছিলাম দু’জনায় মিলে-মিশে সাজিয়ে ভুবন।
কাঁদলে তুমি হাসিনি আমি হাঁসলে তুমি কাঁদিনি
সাজলে তুমি আমি আর বাকী থাকিনি।
আজ ব্যবধান এতো তফাৎ তুমি আমিতে মিলে না মিল।
হাসিতে থেকে তুমি খুঁজো সুখের ভুবন
আমিতো আর রইনা যে তোমারই স্বজন ।
খুব কাছের মানুষ যে আজ দিলে দূরে ঠেলে-
নিলেনা কাছে বুকেতে তোলে আগের মতো ভালোবেসে।
তুমি বদলে গেছো বদলাইনি আমি আজও তোমায় ভালোবাসি
তুমি ভুলে গেছো আমায় আমিতো ভুলিনি তোমায় ।
আমার স্বপ্ন ভেঙ্গে চুঁড়ে তুমি স্বপ্ন কুঁড়াও
দুঃখের সাগরে ভাসিয়ে আমায় তুমি সুখের মোহনায় ভিড়াও।
ঘৃণার পৃথিবী রাঙ্গিয়ে আমার ভালোবাসার দালান তোল
দূরে ঠেলে আমার প্রেম তুমি ভালোবাসার প্রসাদ গড় ।
দুই হৃদয়ের মাঝখানেতে দেয়াল তোলে
তুমি একাকী পথ চলো সঙ্গী নতুন মানুষ খুঁজো ।
আমি পুরোনো মন ভরে না সঙ্গী হলে মান বাঁচে না ।
বড় হতে আমায় ভুলে নতুন করে সঙ্গী নিলে
আমায় দিলে বাচাল করে পথের বাঁকে ছুড়ে ফেলে
বন্ধু তুমি কী পৌছেছ ‘সুখের ঠিকানায়’।
২৭ নভেম্বর ২০০৪ ইং
কলাবাগান বাজার।