পৃথিবী তোমার কাছে নেই কোন অভিযোগ
যদি সে অন্যের হয়ে যায় তবু করবো না অনুযোগ ।
চেয়ে-চেয়ে দেখলাম, আর তুমি চলে গেলে দূর-
সেই থেকে পানসে জীবন; বাজে না আর কোন সুর।
ভালো তো বেসেছিলাম হৃদয় মন উজার করে
তবু কেন? বিনা কারণে চলে গেলে দূরে সরে ।
মনে তো ছিলোনা কোন প্রতারনার রেশ-
কী লোভে কিসের মোহে করে দিলে সব শেষ ।
চলে যদি যাও অন্যের বুকে
আমি থাকবো কেন শোকে ?
শুধরে নেবো নিজেকে; ভুলে যাবো হারিয়ে যাওয়া দিন
মিছে স্বপ্নে বাঁধবো না নীড়; থাকবেনা কোন ঋণ ।
ক্ষমায় তুমি খুঁজে পাবে সুখের নীড়
হারিয়ে যাবো আমি যেখানে দুখের ভিড় ।
ভুলে যাও মনের ভুলে - রেখোনা কভু মনে
ভেবে; চিন্তায় থেকোনা, ছিলাম তোমার সনে ।
২৩/০৭/২০০০ ঈসায়ী