মনের যতো দরজা চোখের যতো জানালা
খুলে রেখে মনের তালা মিটে গেলো বুকের জ্বালা
দেখে তোমার রূপের মোহ মুগ্ধ হৃদয় মনো
ভেতর-বাহির অপরূপে ওগো মনোহারিণী।
চাঁদ মানে হার দেখে তোমার চোখের আলো
রাত লুকায় আঁধার ঘোরে আর তুমি দূর করো কালো ।
পাখিরা গায় মধুর সুরে জ্বলে জোনাক মিটিমিটি
ফুলেরা সব জেগে থাকে ভোরের ঘ্রাণে পরিপাটি ।
থেমে যায় জলের ধারা জীবন পাড়া
থেমে যায় গানের পাখি হিসেবে সব থাকে বাকী
জীবন নামের রেলগাড়িটা বন্ধ থাকে ষ্টেশনে
মুখটি তোমার মলিন হলেই থেমে যায় সব থমকে দাঁড়ায় !!
০৩.১০.২০০০ ইং