তোমার আকাশে তারা হয়ে
জ্বলতে চেয়ে ধসে পড়লাম,
কোন অপরাধে কোন অপবাদে
অবহেলায় শুধু পেলাম।।
চাইনি তো মহাকাশ সবটায় জ্বলতে
চাইনি সারা আকাশে উড়তে,
শুধু চেয়েছি তোমার মনের আকাশে
উজ্জ্বল নক্ষত্র হয়ে ভেসে থাকতে।
নীরব আঁধারে কেন আমি শুধুই ঘৃণাই পেলাম
জীবনে তাই সঞ্চয়, তাকেই সাথী করলাম,
ডুবে যাব বুঝি প্রেমের ঘোর আঁধারে
অবশেষে এই জীবনে কি পেলাম।
১৯ আগস্ট ২০০০ ইং