যদি ইচ্ছে জাগে ভুলে যেও অভিমানে
স্মৃতি গুলো মুছে দিও অভিধানে,
কী হবে আমায় ভেবে অযথায় মনে
দুঃখই পাবে অবশেষে প্রতিদানে।।

আমিতো নই কোন টাকার পাহাড়
করিনা তো সুখের আহার,
আছি সাদা-মাটা এই জীবন নিয়ে
দেখনা তাই রঙ্গের বাহার।।

কাছে আসতে যদি না চাও ডাকবো না
ঠেলে দিও দূরে অপবাধে,
বেঈমান বলে ডাকলে আমায় মনে লাগে
ভুলিয়ে দিও অভিশাপে।।


২৮ সেপ্টেম্বর ২০০০ ইং