সুখ দুঃখের পৃথিবীতে -
আমি একা হয়ে দুঃখটাকে সাথী করে নিলাম,
বন্ধু তোমার প্রেমে এতো জ্বালা
তবু তোমায় আপন করে নিলাম।
ভুলে কি গেলে তুমি প্রথম দেখার স্মৃতি
মনে রাখি আজো, আমি করিনি তা ইতি ।
কী করে আছো বেঁচে - ভুলে আমার কথা
একটু কি তোমার মনে লাগে না গো ব্যথা ।
অন্য কারো হয়ে সাজাও ঘর - করে আমায় পর
আমি বাঁধি বালুচরে স্বপ্ন রাঙ্গা ঘর
একটু হাওয়া জলের স্রোতে -
ভাসিয়ে দিয়ে মনের ক্ষত, দুঃখ গুলো করি গত
তবু আছি সুখে, দুঃখের সাথে ঘর বেঁধে
বেঁচে আছি এইতো –
রোজ সানাই বাজে বেদনারই সুরে
জানি, আমি জানি তুমি আসবে না আর ফিরে।
তবু আশায় বসে থাকি কল্পনাতে বাসর সাজি
হায়রে জীবন ! জীবন তোমায় দিবো না বিদায়
‘শত দুঃখে হাসি মুখে’ যদিও বেঁচে থাকা দায় ।
ভালো-মন্দের এই পৃথিবীতে -
দুই মিলেই থাকবো বেঁচে ।।
০৮ জুন ২০০০ ইং