১।
মেঘ শুন্য আকাশ
মর্ত তপ্ত
বাতাশ স্তব্দ।  
ঝিলমিলে জল রং
মায়াময় দুপুর বেলা
রবির সংহার মুর্তি।
পুড়ছে মাথাল
ছুটছে রাখাল    
তৃষ্ণার্ত চিলের চিৎকার
সর্বত্র এক ফোটা জলের আর্তি।

২।
কে তুমি মিিলয়ে গেলে সহসা
ঝিলিক ঝিলিক ফিকে হাস্যে,
লুকিয়ে হও পুনঃ প্রকাশ্যে
কি এক রহস্যে।
৩।
আচমকা ধুলো বালির কুন্ডলী  
আন্ধার করে পৃথিবী
ছড়িয়ে কৃষ্ণ কেশ
এস বৃষ্টির মেঘ
বিদীর্ন চৌচির এ ধরায়      
আমি রয়েছি তার প্রতিক্ষায়।