নগর জুড়ে আকাশ তখনো রাংেগনি ।
এক রাশ ক্লান্তি শেষের রেশ রাত্রীর গায়ে তখনো লাগেনি ।
নিন্দ্রার কোলে ধরিত্রী,  
শহর নগর পরিশ্রান্তে অবসাদে এক গভীর নিদ্রার যাত্রী।
পুকুরের ওধারে কৃত্রিম বাতির নিচে রাত্রী রঙ আছে লেগে।
তবু তুমি আছো জেগে।  
পবিত্র ভোরের আগে পূর্নময় তাহাজ্জুদে আসীন এক মমতা জড়ানো মুখঅবয়ব ।
উর্ব্ধাকাশে দুটি হাত পরমকরুনাময়ের পানে এক গভীর আত্মকথনে নীরব।  
ভোরের আলো তখনো ফোটে নি দুলায়িত দেখা যায় না কোন লতা।  
শিশিরের আলতো ফোটায় বিভোর শুধু স্নিগ্ধ কাঠাল চাপার পাতা ।
তুমি সৃষ্টিকর্তার অমোঘ আহব্বানে ফজরের পানে ধাবিত।  
তুমি আপ্লুত মুদ্র নেত্রে জায়নামাজে অবগাহিত ।
তুমি পবিত্র সুরার উচ্চারনে বিধাতার জন্য প্রসঙশিত।
তুমি আচলের অগ্রভাগে নিয়ে নাও সমৃদ্ধির প্রতিশ্রুতি।
তুমি ভিজিয়ে নয়নযুগোল কামনায় শুধু শান্তির আকুতি।
তুমি লাল সবুজে জড়ানো এ রুপসী বাঙলার অধিপতি।      
তুমি অবনমিত তাপসী এ বাঙলার পথে প্রান্তরে ।  
তুমি জাগিয়ে দাও একত্রিত করো বসে পড় সবার অন্তরে।