তোমার ইগো খুব
তাই তোমার যৌবন সমুদ্রে দিতে চেয়ে ছিলাম ডুব,
দিন দিন তোমার ইগো বাড়ছে লিমিট ছাড়া
তাই মন থেকে তোমায় দিচ্ছি তাড়া।
আসুক মার্চ
তোমাকে করবো সার্চ।
সকল বিরক্তের হবে অবসান
হয়তো কস্মিনকালেও চাইবো না তোমার পান....
- ফাইয়াজ ইসলাম ফাহিম