দেহ বিসর্জন দিতে দিতে
হয়েছে অতিসার,
সমভিব্যাহারী পুরুষ তবু
দিল না তাকে ছাড়।
মঞ্জরী হীন যৌবনে
ধরেছে জড়িমা,
পেটের দায়ে ছেড়ে দিয়েছে
বংশ-গড়িমা?
একের পর এক
কাষ্টমার এসে ঢুকছে পতিতার কক্ষে!
জানোয়ারের মত হিংস্র থাবা
হানছে তার বক্ষে?
ক্ষণিকের যৌবন জ্বালা প্রমশিত
করতে গিয়ে
ছিন্ন-ভিন্ন করল তার বক্ষ,
পতিতার কিছু করার নাই
টাকাই যে তার প্রতিপক্ষ।
মা-বাবা-ভাই-বোন
কেউ নেই
সে হল বেওয়ারিশ!
মানব সমাজের চিত্তপটে
পতিতা সমাজের বিষ?
-পতিতা কেউ কি শখ করে হয়-