১.
ভয়ে ভয়ে কাটছে জীবন
কবে কাটবে ভয়?
ভয়ে ভয়ে প্রাণ যাবে
হবে এই মৃত্তিকার দেহের ক্ষয়...
২.
ভয়ে ভয়ে আছি
হচ্ছে না ভয়ের শেষ,
যেদিন এ মন থেকে ভয় হারাবে
সেদিনে হবো নিস্তেজ...
৩.
ভয় ভয় খেলা
চলছে জন্ম থাকি,
একমাত্র মৃত্যু হলেই
ভয় খেলা কে দিতো পারবো ফাঁকি।