ভালো লাগে না কিছু
মন যে তোমার পিছু,
কবে দিবে ধরা
তোমার জন্য মনে প্রেমের খরা।
এসো কাছাকাছি
তোমার জন্য মন করে নাচানাচি,
তোমায় চুম্বন দিবো কোটি
তোমার যৌবন জ্বালা নিবো লুটি।
তোমাকে আজীবনের
মতো চাই,
ভালবাসা দিয়ে মাতোয়ারা করবো
বক্ষে দিবো ঠাঁই।