ভালবাসতে চাই কাছে আসতে চাই
তোমার তো কোন পারমিশন নাই?
তুমি বাবা-মা'র পছন্দের ছেলে করবে বিয়া
তোমাকে ভেবে কিসে কষ্ট পাবে আমার হিয়া।
তোমাকে দেখার বড্ড আশ
তোমাকে দেখে হয় যদি মনে কবিতা চাষ,
তুমি তো দিবে না আমার কাছে ধরা
তাই তোমাকে হবে না পড়া।
দেখা দিও দু'মিনিট কথা বলিও
হবো না তোমার সর্বনাশের কারণ,
বিনা পারমিশনে কারো মনে
এন্ট্রি করা আমার মনের বারণ...