উষ্ণ বালিকা
প্রেমের চালিকা
যৌবনের শক্তি
যে বালিকা উষ্ণ
তারে পুরুষ করে ভক্তি।
উষ্ণ বালিকার উষ্ণতায়
যায় পুরুষের মন পুড়ে,
উষ্ণ বালিকায়
পুরুষের স্বর্গ-নরক
তাই ডাকে তারে প্রেম সুরে।
উষ্ণ বালিকা ছাড়া
জমে না পুরুষের প্রেম,
উষ্ণ বালিকা পুরুষের
সেরা পছন্দ
যদিও পছন্দ নারী ফ্রেম।
উষ্ণ বালিকা
পৃথিবীর সব,
উষ্ণ বালিকা ছাড়া
যৌবন ঢব।
উষ্ণ বালিকার জন্য
পুরুষ করে সকল কাম,
উষ্ণ বালিকা না থাকলে
থাকতো না পুরুষ
থাকতো না পৃথিবী
থাকতো না কোন কিছুর দাম...