উগ্রতা ধর্মে হয় চাষ
উগ্রতার জন্য মানুষ হচ্ছে নাশ।
উগ্রতা বন্ধ করো
ধর্মে কিংবা কর্মে
উগ্রতা শেষ করবে মানুষ কে
লেখা আছে তার সারমর্মে।
উগ্রতা কে সঙ্গে নিয়ে হয় না
কেউ সফল,
উগ্রতা মানুষ খায়
দেখাও না আর উগ্র বল।
উগ্রতা ছড়িয়ে
মানুষের করো না ক্ষতি,
উগ্রতা একদিন তোমাকে-ও খাবে
থাকবে না তোমার মনুষ্য জ্যোতি...