১. "উগ্রতায় শক্তির চেয়ে বোকামি বেশি, এটি শুধু ভাঙে, গড়ে না।"
২. "যখন হৃদয়ে উগ্রতা থাকে, তখন বিবেকের আওয়াজ চুপ হয়ে যায়।"
৩. "উগ্রতার পথে হাঁটলে শান্তির স্বপ্ন অদূরেই মলিন হয়ে যায়।"
৪. "মনুষ্যত্বের শৃঙ্খলা রক্ষা করতে হলে উগ্রতা দূর করা উচিত।"
৫. "খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখালে, বুদ্ধিমত্তা হারিয়ে যায়, উগ্রতা কখনোই সমাধানের অংশ নয়।"
- ফাইয়াজ ইসলাম ফাহিম