তুমি মুক্ত বিহঙ্গের মতো উড়ে যেতে পারো
তুমি মুক্ত হে সখী!
তোমাকে মনের খাঁচায় বন্দি করতে গিয়ে
আজ বড্ড আমি দুঃখী।
তুমি মুক্ত যেখানে খুশি
সেখানে যাও উড়ে,
আমি তোমাকে রাখব চোখে
দূর থেকে বহদূরে।
যারে খুশি তার সঙ্গে করো ঘর
যারে খুশি তারে করো পর,
তোমাকে চাইছি না আর কোনদিন
তোমার সুখ পেতে গিয়ে কষ্ট হলো ঋণ।
তুমি মুক্ত তোমার স্বাধীনতায়
করছি না হস্তক্ষেপ,
তুমি ভালো থাকো সতত
মনের যত্ত থাকুন না আক্ষেপ....