তুমি করবে চাকরি
ধরবে না লাকড়ি
বর কে দিতে পারবে সুখ
চাকরিতে তোমার অসুখ।
এক সময় বাচ্চা-কাচ্চা হবে
বাড়বে তোমার যাতনা,
ঘর না বর বর না বাচ্চা
কষ্ট তোমার কত-না!
তোমাকে নিয়ে ভাবনার নেই অন্ত
ভেবে ভেবে ক্ষান্ত,
আমি নই শান্ত
তোমার - আমার পথ যে ভ্রান্ত....