তুমি ফুল শুকিয়ে যাবে
থাকবে না তোমার যৌবন,
তুমি ফুল হারিয়ে ফেলবে
তোমার টইটম্বুর মৌবন।
তুমি ফুল রোদে শুকে যাবে
অলির ভালবাসা ছাড়া,
তুমি ফুল অসময়ে চুপসে যাবে
হবে সর্বহারা।
তুমি ফুল বুঝলে না অলির আদর
অলির শোকে একদিন হবে কাতর,
তুমি ফুল অলি'র সঙ্গ চাইবে একদিন
সেদিন তুমি ফুলের থাকবে দূর্দিন...
- ফাইয়াজ ইসলাম ফাহিম
.
এখানে ফুল কে হাওয়া নামক একজন নারীর সঙ্গে তুলনা করা হয়েছে...