তুমি আস্তিক
তুমি নাস্তিক
তুমি ধার্মিক
আচ্ছা, তুমি কি মানুষ?

আচ্ছা,
তুমি কি ধর্মের গন্ধে
মাতোয়ারা
তুমি কি ধর্মের সব করো বিশ্বাস
বেশ তো।

আচ্ছা তুমি কি নাস্তিক
আচ্ছা তুমি কি
মানুষ কে নিয়ে ভাবো, তুমি কি মানুষ কে নিয়ে চর্চা করো
বেশ তো।

আচ্ছা তুমি কি
ধর্ম বোর্ডের চেয়ারম্যান,
আচ্ছা তুমি কি ফুঁ দিয়ে
মেয়েদের রোগ ছাড়া ফকির
বেশ তো।

আচ্ছা, তুমি কি
কখনো মানুষ হয়েছো
তুমি কি মানুষের মাঝে সাম্যের
দাওয়াই দিয়েছো?
তুমি তো নিত্য
মানুষের মাঝে জাত- পাতের রঙ ছড়িয়েছো
তুমি তো মানুষ কে
ফানুশ ভেবেছো।


আচ্ছা, তুমি তো এসব করতে পারবে না?
আর মানুষ তো তুমি ধার্মিকের কাছে মানুষ নয়
কেননা তুমি ধার্মিক,
ধর্মের নিঃশ্বাসে তুমি চলো।
তুমি যদি  মানুষ হতে
মনুষ্যত্ব বোধ বিকাশ হতো তোমার মাঝে।
বুঝতে মানুষ কি?
আসলে মানুষের কোন রঙ হয় না
মানুষের কোন জাত হয়
মানুষের কোন ধর্ম হয় না
মানুষ তো পরিচিত হয়
রক্ত,হাত -পা,  মানুষের ছাপে
সাম্যের ছাপে....