হে ঈশ্বর আমায় বিড়াল বানিয়ে দাও
আমি যেন চিরজীবন রূপবতী রাজকন্যা তুবা'র কাছে থাকতে পারি,
আমার বড্ড আশা বিড়াল হবো
তুবা'র স্পর্শ পাবো
সকাল -দুপুর-রাতে তুবা'র চুম পাবো।
হে ঈশ্বর বলছো কি
পারবে না কেন?
প্লিজ, একটি ঘন্টা বা একটি মিনিট
বা একটি সেকেন্ডের জন্য বিড়াল বানিয়ে দাও
আমার বড্ড আশা তুবা'র স্পর্শ পাবার।
এই মনুষ্য দেহ নিয়ে পারবো না
তুবা'র কাছে যেতে,
আমি তো তুবা'র লাইসেন্স প্রাপ্ত কেউ নই
আমি যদি মনুষ্য হয়ে
তুবা'র চুম,স্পর্শ চাই
তুবা এবং তুবা'র পরিবারে মুখে
মনুষ্য ছিঁটিয়ে দিবে ধর্মীয় ও সামাজিক
নিষেধাজ্ঞা'র ছাই
তাই বিড়াল হতে চাই
হে ঈশ্বর আমায় বিড়াল বানিয়ে দাও.....