তোমায় কখনো ভুলতে পারবো না আলেকজান,
তুমি যদি সহস্র পুরুষের স্ত্রী হও
তুমি যদি সহস্র সন্তানের মা হও
তুমি যদি সহস্র বয়সের বৃদ্ধা নারী হও
তবুও তোমায় ভুলতে পারবো না।
শতবার বলেছি তোমায় ভুলে যাবো
কিন্তু লক্ষবার তোমার প্রেমে পড়েছি,
যতবার ওয়াদা করি ততবার ভঙ্গ করি।
ওয়াদা,অঙ্গীকার, ধর্ম-কর্ম সব যেন তোমার কাছে তুচ্ছ।
হে আলেকজান
আমার মৃত্যুর জন্য প্রার্থনা করো,
তোমায় ভুলে থাকার কষ্টে
বড্ড ক্লান্ত হয়ে গেছি।
তুমি ছাড়া কোন নারী আমার কাছে স্বর্গ নয়
সবাই আমার কাছে নরক।
তোমায় কখনো ভুলতে পারবো না আলেকজান
তোমাতে সব আমার
তোমাতে যে আমার প্রাণ.....