সত্যি আর তোমায় চাইবো না
মন যতই হরতাল করুক,
বিরহে অনলে বক্ষ যতই পুড়ে যাক
মস্তিষ্কে যতই উন্মাদনা করুক ঘূর্ণিপাক
তবুও আর চাইবো না!
অক্ষির কবোষ্ণ জ্বলে ভেসে যাক গঙ্গা,পদ্মা,টেমস্, নীল নদ
তবুএ আর বানাতে চাইবো না তোমাকে মম
মন রাজ্যের সভাসদ?

হে দেবী তোমার নিস্তব্ধতা দেখে আমি হতবিম্ব
তুমি স্বর্গীয় দেবী,
তাই বলে কি তোমার এ্যাত্ত দম্ভ
তোমার তো পঞ্চত্বপ্রাপ্তি নেই
তুমি তো অবিনশ্বর স্বয়ং পাশে আছে ঈশ্বর?

হে দেবী ভাল থেক সতত
তোমায় আর ভাববো না স্বর্গীয় রথ,
আমি হারিয়ে গেলাম আজ থেকে
চলে গেলাম সঙ্খলনের পথ।