মিশতে চেয়েছিলাম তোমার বুকে
রাখবো তোমায় অনেক সুখে।
কই আর হলো মেশা
তোমার যে ছল দেখানো পেশা।
আজ আসবে কাল আসবে
দিবে নাকি ধরা,
পাচ্ছি না খুঁজে তোমায়
হচ্ছে যে মনমরা।
কথা দিয়ে কথা রাখার
দিচ্ছো না মান,
আমায় নাকি ভালবেসে
দিয়ে দিবে তোমার প্রাণ?