তোমার ভালোবাসার বিদ্যুতের আছে কি শক্?
তোমার ভালবাসার বিদ্যুতের স্পর্শ পাওয়া খুব শখ।
জানি না হবে কি কস্মিনকালে?
তোমাকে ভাবলেই হাই-ভোল্টেজ শকে্
এই তনু-মন জ্বলে...


- ফাইয়াজ ইসলাম ফাহিম