তোমার দেহের যত জ্বালা
সব চুমে করবো শেষ,
আমি প্রেম রাজা
আছে আমার অগ্নি তেজ।
তোমার দেহের যত জ্বালা
এক নিমিষেই করবো ক্ষয়,
আমি প্রেম রাজা আছি তো
তোমার শরীর যতই হোক জ্বালাময়।
তোমার দেহ যতবার জ্বলবে
ঠিক ততবার আমায় বলবে,
আমি প্রেম রাজা তোমায় দিবো ছুঁয়ে
তোমার দেহের সহস্র জ্বালা যাবে নুয়ে..