হে তিলোত্তমা কন্যা তোমার
শরীরের গিরি -খাঁদ
পাহাড় – পর্বত, সফেদ সমুদ্রে
আমার ভালবাসা লুকিয়ে আছে।
তোমার নরম চর্ম মৃত্তিকায়
আমার ভালবাসা গড়াগড়ি করে।
তোমার কচুরিপানার শিকড় কেশে
আমার ভালবাসা বেড়ে উঠে।
তোমার পাদপদ্ম চরণে
আমার ভালবাসা দলিত হয়।
তোমার মাজার বিদ্যুতে
আমার ভালবাসা চালিত হয়।
তোমার সজীব নিঃশ্বাসে
আমার ভালবাসার হৃদপিন্ড প্রসারিত হয়।
তোমার কানের দুলে
আমার ভালবাসা নৃত্য করে।
তোমার মিষ্টিকন্ঠ
আমার ভালবাসার উৎকন্ঠা জাগায়।
তোমার হস্তের কঙ্কণ
আমার ভালবাসার মনে
তান তোলে,
তোমার নাভীর দৃষ্টিতে আমার ভালবাসা
পরিপক্ব প্রেমিক।
তোমার নাভী বারংবার আহ্বান জানায়
জঠরের গৃহে বসবাস করতে…