তোমার ইঞ্জিনিয়ার স্বামী
তোমার স্বামীর
শরীরের কল- কব্জায় টাকা করে বাস!
আমি দুই টাকার কবি
আমার থেকে টাকা পাবে না পাবে শুধু হতাশ।
তোমার ইঞ্জিনিয়ার স্বামীর
টাকার নেই অভাব,
আর আমি দুই টাকার কবি
কবিতা চাষ করাই স্বভাব।
আমাকে ভুলে ভালোই করেছো আলেকজান
কবিতা দিয়ে মন চলে চলে না তো প্রাণ,
তোমার ইঞ্জিনিয়ার স্বামী-ই ভালো
যত খ্যাতি সব আছে
আর আমার আছে কি বলো...?