আমরা তরুণ উচ্ছৃঙ্খল
ফাইয়াজ ইসলাম ফাহিম
আমরা তরুণ উচ্ছৃঙ্খল
সব জায়গায় করি গণ্ডগোল,
রক্তের থাকে তেজ
ভাঙ্গতে চাই সকল নিয়ম বেজ।
আমরা তরুণ যৌবনের গিয়ারে চলি,
সকল নিয়ম ভুলি।
আমরা তরুণ বুঝি না ভাল-মন্দ
সর্ব জায়গায় করি দ্বন্দ্ব,
গায়ে থাকে জোর
অমানিশা দূর করে আনতে চাই রাঙা ভোর।
আমরা তরুণ
নিয়ম-নীতি মানি না,
তাই নিজের স্বত্বা কে জানি না
আমরা তরুণ চলি না সঠিক রথে
তাই সতত থাকি বিপদে..