তন্বাঙ্গির প্রেমে পড়েছিলাম
তার সর্বাঙ্গে তাবিজ ছিল,
হাতে তাবিজ গলায় তাবিজ
কোমরে তাবিজ
সর্বাঙ্গে তাবিজ ছিল যেন তাবিজ রাণী ।
তন্বাঙ্গিনীর মেজাজ দেখে সতত
মনে ভালবাসার ফুল ফুটত,
বহুদিন হতে তন্বাঙ্গনীর সঙ্গে কথা বলি না
কেমন আছ কি করছে আমার তন্বাঙ্গিনী।
বসন্ত শেষ হতে চলল
তবু দেখা নেই আমার তন্বাঙ্গিনীর...