তোমাকে ভাবি
তোমাতে খাই খাবি
তোমার কাছে যেন
সহস্র ছোট্ট ছোট্ট দাবি।
তোমাকে ভাবলে হই
টগবগিয়ে ছোটা পাগলা ঘোড়া
তোমাকে দেখলে হবো না তো মনমরা?
তোমার কায়ার হায়া নিতে চাই লুফে
ভালবাসা ছোঁয়ায় থাকবে তুমি চুপে।
জানি না হবে কি মনের আশা পূর্ণ?
তোমার মনের ঝড় করবে না তো আশা চূর্ণ।