টাকা টাকা করে করলাম
জীবন শেষ
টাকা আছে এখন
নেই যৌবনের তেজ।
টাকা টাকা করে করলাম
কত কুকাজ
সেই টাকার চিন্তায়
দিশেহারা মাথায় পড়ছে বাজ।
টাকা টাকা করে
হারিয়েছি জীবনের ছন্দ
টাকা কখনো সুখ দেয় না
টাকায় মেকি আনন্দ।
টাকা টাকা করে
বয়স হলো ষাট
আমি হলাম লাট
যৌবন নেই এখন
টাকায় যে করলো আমারে বরবাদ।