একদিন পকেটে টাকা না থাকলে
বোঝা যায় টাকার কত দাম,
টাকা সঠিক কাজে ব্যবহার করো
টাকা দিয়ে জুয়া খেলিস না করিস না অকাম।
একদিন পকেটে টাকা না থাকলে
নিজেকে ফকিরের মতো মনে হয়,
টাকা সবচেয়ে বড় আপন
টাকায় আসে সকল জয়।
একদিন টাকা না থাকলে
নিজেকে মনে হয় দুঃখী,
টাকা জগতের সব
টাকায় মানুষ কে করে সুখী....