মন ভালো নেই
করি কি কাম,
টাকা ছাড়া
দেখছি দিচ্ছে না কেউ দাম।
টাকা ছাড়া
সব যেন অচল,
টাকা হলে
ভালবাসাও হয় সচল।
টাকা যেন হর্তা -কর্তা
টাকা যেন স্রষ্টা- রব,
টাকা ছাড়া যেন
সব মূল্যহীন ঢব।
টাকার মূল্য বুঝিনি আগে
কত শত টাকা দুঃখীদের দিয়েছি
সেই প্রশ্ন মনে জাগে?
টাকার মূল্য বুঝতেছি আজ
টাকা ছাড়া
চলা-ফেরা নয়
সুপুরুষের কাজ।