সৌন্দর্য
টাকা
কাম
এই তিন থাকলে
তোমার থাকবে দাম।

যদি না থাকে
এই তিন,
বুঝবে
এই নশ্বরে তুমি
মূল্যহীন।


এই তিন
তোমার জন্য
বাজাবে সুখের বীণ
এই তিন
না থাকলে বুঝবে
স্রষ্টা তোমাকে দেয়নি
সুখের ঋণ.....