হে তাহমিনা মন চায় তোমার হাতে হাত রেখে হারিয়ে যাই
দূর অজানায়,
কিন্তু পারি না আমি ত্রিশঙ্কু অবস্থা পতিত
মনের সব গোপন কথা বলতে চাই
কিন্তু আমি তোমার খেয়ালে নাই।
.
হে তাহমিনা হে আমার প্রেমাস্পদা
হে মদগর্বীয় ললনা,
আমি তোমায় ভালবাসি
তুমি তোয়াক্কা করো না?
.
থরহথরিকম্প কাঁপে অহনির্শ এ বুক
তবুও তোমার দুচোখের তারকায়
অনিমেষ দৃষ্টিতে চেয়ে থাকতে চাই
হোক না তা মেকি সুখ।
.
তোমার দাসানুদাস হতে চাই
যদি একটু ভালবাসা সোহাগ পাই,
হে তাহমিনা তুমি তবুও রাখলে না
ঘৃর্ণার কার্তুযে পর্যদুস্ত করলে।
.
আমি প্রতি নিত্য দিগ্বলয়ে চেয়ে
থাকি নীলিমার বুকে তোমার ছবি আঁকি,
চাঁদ,সুরুজের সনে আলাপ করি
তুমি মানুষ না নূরের তৈরি?
.
হে তাহমিনা হে আমার প্রেম রাজ্যের সম্রাজ্ঞী
এ ভাবে আমায় দগ্ধ করো না,
মনের কঠিন পাথর দিয়ে আমার ভালবাসাকে
ধ্যাবড়া করো না।
.
আমি শুধু তোমার ভালবাসা চাই
তোমার স্পর্শ চাই,
তোমার সনে আমার মনের দহরম-মহরম
বাড়াতে চাই।
.
হে তাহমিনা হে আমার দেবী
আমি আবেগ থেকে বলছি না,
কারো কোথায় টলছি না
আমি সত্যি তোমায় ভালবাসি।
.
অদেখা নওজোয়ান ভেবে যা তা ভাবতে পারো
কিন্তু আমি দসাসই,
একবার দেখ আমায়
ফুটবে তোমার মনে ভালবাসার খৈ।
.
হে তাহমিনা হে আমার চোক্ষের আলা
একটু সুযোগ দাও,
আমার শুচি ভালবাসার
অভিপ্সা পূরণ করো।
তোমার মাঝে বেঁচে থাকতে
দাও আমার গোপন ভালবাসা কে
এভাবে আর নিশ্চুপ থেক না তাহমিনা?