তাহমিনা প্রলয় চলছে
বক্ষ জুড়ে,
তাহমিনা প্রলয়ে বিধ্বস্ত মনের প্রেম মাজার
তাহমিনা প্রলয় কবে জন্মেছিল মনের সরোবরে
তা প্রতীতি করতে পারিনি?
.
তাহমিনা প্রলয়ের ধংসযজ্ঞ চলছে
করোটিতে উন্মাদনা বেড়ে চলছে,
তাহমিনা প্রলয়ের করিতকর্মা দেখে
আমি হতবিম্ব!
.
সব কিছু তছনছ করে যাচ্ছে
মন কাননের কিংশুক বৃক্ষ নুয়ে গেছে,
কীর্তিনাশা নদীর মত সব ভেসে নিয়ে যাচ্ছে
তাহমিনা প্রলয়।
.
তাহমিনা প্রলয়ের ধংসযজ্ঞ দেখে
চিত্তবিক্ষেপ বেড়ে চলছে,
চিবুক কাঁপছে,হাড় কাঁপছে
পা পেন্ডুলামের মত দুলছে
তাহমিনা প্রলয় চলছে বক্ষ জুড়ে?
.
থোড়াই থামছে না দমছে না
সব কিছু তছনছ করে নিয়ে যাচ্ছে,
তাহমিনা প্রলয় হুঙ্কার দিচ্ছে
তার শক্তি সামর্থ্যের অহমিকা দেখাচ্ছে।
.
তাহমিনা প্রলয় চলছে
তাহমিনা প্রলয় কে রদ করা দূূর্নিবার,
তাহমিনা প্রলয় শান্ত হবে সেদিন
এ দেহে প্রাণ থাকবে না যেদিন?