হে স্রষ্টা আমি জানি না
কবে তুমি আমাকে পাঠাবে যমালয়?
যবে হোক যখন হোক
যমালয়ে পাঠানোর আগে আমাকে
সত্যিকারের মানুষ বানিয়ে পাঠিও
যে মানুষ নিষ্পাপ থাকে।
হে স্রষ্টা আমি জানি না
তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি কি ?
হে স্রষ্টা তোমার পৃথিবীতে অনেক ধর্ম
হিন্দু, মুসলিম, বৌদ্ধ,খ্রিশ্চান, আরো
কত যে....
হে স্রষ্টা আমি জানি না
তুমি কোন ধর্মে?
তুমি কোন ধর্মে বসবাস করো
কোন ধর্ম তোমার আশীর্বাদ পেয়েছে?
হে স্রষ্টা আমি জানি না
কোন ধর্মে তোমায় খুঁজে পাবো?
আজকাল সব ধর্ম
ধর্ম নিয়ে ব্যবসা করে
ধর্ম নিয়ে ক্ষমতার মসনদ বসে
ধর্মে নিয়ে একে-অপরকে খুন করে?
হে স্রষ্টা আমার মনে হয় না
তুমি ধর্মে বসবাস করো?
আমার মনে হয় কোন ধর্মেই
তুমি নেই....