সুন্দরী মেয়ে প্রেমের জন্য
বিবাহের জন্য নয়,
সুন্দরী মেয়ে বিবাহ করলে
জীবন হবে নয়-ছয়।
সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করো
করো না বিয়া
সুন্দরী মেয়ে ঘরে থাকলে
কু'চিন্তায় অশান্তি থাকবে হিয়া।
সুন্দরী মেয়ের সঙ্গে
যা ইচ্ছে তাই করো,
করো না সংসার
পর পুরুষের লোলুপ দৃষ্টিতে
হবে তুমি আঙ্গার।
সুন্দরী মেয়ে কে বিবাহ করে
করো না মহাভুল
সুন্দরী মেয়ে একটু রাগে
ভেঙে ফেলবে সংসার মূল।