যৌবন সূর্য মানুষের জীবনে
কিসে উদয় হয়,
যৌবন সূর্যের কিরণে
মানুষের লজ্জা-শরম হয় ক্ষয়।
যৌবন সূর্য বড়ই পাজি
অশান্ত করে অঙ্গ,
নিয়ম নীতে কিছুই মানে না
যার তার সাথে দিতে চায় সঙ্গ।
যৌবন সূর্য অস্ত যাবে
পঞ্চাশ হলে পার,
এর আগে যৌবন সূর্য
মানবে না হার?
যৌবন সূর্য পণ করেছে
করবে মানুষ কে সুখি,
তাই যৌবন সূর্যের খারাপ স্বভাব
হয়েছে পঞ্চমুখী...