শুক্রবার ঘুম দিবস
তাই শুধু ঘুমাই,
হপ্তার ক্বাযা ঘুম
সব চোখে জমাই।
শুক্রবার ঘুম দিবস
শুক্রবার করি না বেশি কর্জ,
ঘুমের দেশে হারিয়ে যাই
মাপি নিজের ধৈর্য্য।
শুক্রবার ঘুম দিবস
তাই ঘুম পাড়ি,
হপ্তার বাকি দিবস
কর্জে যাই যে হারি!
শুক্রবার ঘুম দিবস
হপ্তার সেরা দিন,
তাই সারাদিন ঘুমাই
ঘুম দেবী'র কাছে ঘুম নিয়ে ঋণ...