সুখী তো হবো না কোন কালে
আমি যে বন্দি তোমার মায়াজালে,
আমি তোমাকে চাই জন্ম-জন্মান্তর
তুমি কেন বোঝ না তোমাতে যে আমার অন্তর।
সুখী তো হবো না যদিও সুখ চাই
আমার সুখ ফিরবে যদি তোমায় পাই,
তুমি ছাড়া কোন কালে হবো না সুঃখী
তুমি ছাড়া আমি চিরকালের দুঃখ রোগী।
সুখে থাকার কথা বলো না প্রিয়তমা
আমার সকল সুখ তোমার কাছে জমা,
কিভাবে সুখে থাকি তুমি যে আমার ভালবাসা
তাই সতত তোমাকে পাওয়ার আশা।
সুখে থাকার কথা বলে করো না উপহাস
এই প্রেমিক তোমারই ভালবাসার দাস,
আমি তোমাকে চাই পাই বা না পাই
তোমাকে না পেলে কোন কালে আমার সুখ নাই...