শ্রমিক
ফাইয়াজ ইসলাম ফাহিম
কর্ম ঘন্ট আট
হয়ে গেছে বার,
শ্রমিক তো শ্রমিক মূল্য
কিসের আরো?
শ্রমিক তো
কুত্তা,গরু,মুরগি,ছাগল,হাঁস,
এদের কি জীবন আছে
যে হবে সর্বনাশ।
শ্রমিক তো শ্রমিক
ধনীদের দাস,
এরা কি মানুষ
যে করবে স্বাধীনতার আশ?
শ্রমিক তো শ্রমিক
কিসের এদের আনন্দ- ফূর্তি,
শ্রমিক করবে শুধু
মালিকের উদর পূর্তি।
বামনডাংগা,গাইবান্ধা