মাঝে মাঝে বাঁচতে ইচ্ছে করে না কেন?
হে আমার স্রষ্টা বলে দাও,
কেন করছো আমার সঙ্গে এমন রঙ
আমি বুঝি না তোমার কেন এ্যাত্ত ঢঙ।

কখনো আবার খুব বাঁচতে ইচ্ছে করে
কখনো আবার খুব কাঁদতে ইচ্ছে করে
কখনো আবার খুব হাসতে ইচ্ছে করে
হে আমার স্রষ্টা
হে আমার নিঃশ্বাস দাতা
হে আমার মন নিয়ন্ত্রণকারী
আমি তোমাকে বুঝতে পারি না।

তুমি কখনো আমায় কাঁদিয়ে, হাসিয়ে
সুখ গ্রহণ করো
আনন্দ লাভ করো।
এ্যাত্তে তুমি কি লাভ পাও বলোতো?

আমি কোন উপসনা করি না তোমার
তোমার অনেক ধর্ম তাই নয় কি?
সব ধর্মের নেতারা বলে স্রষ্টা আছে
হুম আমিও মানি তুমি আছো?

কিন্তু তোমার ধর্ম কে যে মানতে পারি না
কারণ, তোমার অনেক ধর্ম
কোন ধর্ম পালন করবো?
একটা মানুষ হয়ে তো সকল ধর্ম পালন করা
সম্ভব নয়?

তোমার ধর্মের আবার অনেক-নিয়মনীতি
কোন নিয়মটা মানি বলো?
তোমার ধর্ম গুলোতে কিচ্ছু খুঁজে পাচ্ছি না
তোমার ধর্ম গুলো
একে- অপর কে টেক্কা দিতে চায়।
আমি শ্রেষ্ঠ আমি সেরা নানান কথা কয়?
নিজ ধর্ম কে শ্রেষ্ঠ করতে কখনো তারা
মানুষ মারে যে যারে পারে।

অথচ মানুষ তোমার ধর্মের ভিত্তি
তোমার মানুষ না থাকলে ধর্ম টিকবে?
আর মানুষ না থাকলে তুমিও তো সুখ খুঁজে পাবে না?


হে আমার স্রষ্টা আমি জানি না
তুমি আমাকে স্বর্গ দিবে নাকি নরক দিবে?
আমি তোমাকে বিশ্বাস করি
কিন্তু তোমার ধর্ম নয়?

আমি জানি একদিন তুমি আমার  বেঁচে থাকার
লাইসেন্স কেড়ে নিবে
হয়তো সেদিন পৃথিবীতে থাকবো না।
তবে এই পৃথিবীর ধর্ম গুলো ধংস করে দিও
যেখানে শুধু মানুষ থাকবে
কোন ধর্ম থাকবে না।

এক ধর্মের লোকের সঙ্গে
অপর ধর্মের মেয়ের বা ছেলের বিবাহ হয় না
কোন সম্পর্ক হয় না।

এক ধর্ম অন্য ধর্মের সর্বদা
দোষ- ত্রুটি খোঁজে।
এক ধর্মের লোকের সঙ্গে অপর ধর্মের লোক
চলতে পারবে না নানান নিয়ম-নীতি
কত যে  বৈরিতা
ধর্মের কান্ডকারখানা দেখলে
মেজাজ গরম হয়ে যায়।

কিন্তু আমি তাদের কিচ্ছু বলতে পারি না
কারণ, আমি মানুষ
আর তারা ধার্মিক।
মানুষ আর ধার্মিক দুটোই আলাদা মনে হয় আমার কাছে।

মানুষের মাঝে কোন বিভেদ নেই
জাত- পাতের বড়াই নেই।
আর তোমার ধর্ম সারাদিন, সারাবছর,স্বর্গ-নরক,
কে সেরা কে মন্দ এসব নিয়ে থাকে।

আমি তোমার ধর্ম মানতে পারবো না
যত্তদিন বেঁচে আছি মানুষ হয়ে থাকতে চাই।
মন থেকে তোমাকে স্মরণ করবো
তোমাকে ভালবাসবো।
মসজিদ, মন্দির,প্যাগোডা,গির্জা
এসব মনে হয় মানুষ বিভেদের কার্যালয়।

হে স্রষ্টা আমার সঙ্গে রঙ করো ঢঙ্গ করো
আর যাই করো।
তুমি আমার স্রষ্টা তোমার অধিকার আছে
তবে অতিরিক্ত করো না
আমি সহ্য করতে পারি না।

বেশি রঙ্গ- ঢঙ্গ করলে
পৃথিবীতে বেঁচে থাকার লাইসেন্স কেড়ে নিও,
আর হ্যাঁ তোমার ধর্ম গুলোকে নিয়ে ভাবো
তোমার ধর্ম সব কুকাজে শেষ?
আমাকে মানুষের দলে রাখো এটাই বেশ।
আজ আর কথা নয়
অন্য দিন ঝগড়া করবো
এখন  নেই রেশ.....