কবির প্রেম সরোবরে গোসল করতে চাও কিসে হে তিলোত্তমা কন্যা,
কবির প্রেম সরোবরে রুপ- যৌবন সব হারাবে দুচোখে আসবে তোমার কান্না।
তুমি তো জানো তোমার কবি বেকার
কবিতার সনে প্রেম করে স্বপ্ন তার বেঁচে থাকার।
কবির প্রেম সরোবরে
গোসল করে শুধু পাবে মেকি আনন্দ,
ক'দিন না যেতেই
প্রেম সরোবর নিয়ে
অন্য অঙ্গনার সনে হবে তোমার দ্বন্দ।
তুমিও তো জানো তোমার কবি প্রেমিক পুরুষ
প্রেম তার কবিতার খাদ্য,
তোমার কবি প্রেমে আছে বলেই
কবিতায় বাজে তার প্রেম বাদ্য।
ওহে তিলোত্তমা অঙ্গনা ভুলে যাও তোমার কবিরে
নচেৎ লাজ- শরম
সব কিছু প্রেম সরোবরে খোয়াবিরে?