সমকামিতা সাম্যের নয়
সমকামিতায় মানবের ক্ষয়,
সাম্যের কথা বলে
যেও না সমকামিতার দলে।
সাম্য সমকামিতা এক নয়
সমকামিতায় মানবের ভ্রুণ ধংস হয়।
সমকামিতা রুপহীন
সমকামিতা গুণহীন
সমকামিতা যৌবনহীন মানবের।
সমকামিতা কখনো
প্রকৃত মানবের হতে পারে না।
সমকামিতা ভুলে
এসো মানবতা, মানবের কূলে....