শখের নারী সাকিনা
থাকে পশ্চিম বঙ্গ,
মন করে উড়ু উড়ু
কবে যে তার সনে দিবো সঙ্গো।
শখের নারী সাকিনা
তারে আমি চাই,
তারে ছাড়া মনে
কোন যে শান্তি নাই।
শখের নারী সাকিনা
সে হলো আমার
প্রেম রোগের বড়ি,
তারে পেলে
প্রেম রোগ যাবে ছাড়ি।
শখের নারী সাকিনা
বোঝে না আমার মন,
আমি তো তারে চাই
ভালবাসতে চাই সর্বক্ষণ।
শখের নারী সাকিনা
দেখে না মনের কষ্ট,
তারে ছাড়া জীবন
হবে যে হবে নষ্ট....
19/07/2023
3:25 pm