সব ভুলে তোমাকে চাই
তবুও তোমার মনে চাই ঠাঁই,
এভাবে করছো কেন পর
তোমার মন কি করেনা একটু ধড়ফড়।

ভুলে যেতে হচ্ছে না কোন মায়া
আমার প্রতি নেই কি একটু দয়া।
গোলাপ ভুলের তেজ
ভালবাসার বেজ
ঘৃর্ণার কার্তুজে করলে কি শেষ?

এ্যাত্ত অবহেলা করছো কেন
ভালবাসি বলেই আমি যেন-তেন?
কত আশা কত স্বপ্ন'র হলো তিরোধান
আমি যেন তোমাকে ভালবেসে করেছি অপমান!

ভালবাসা না দাও
কাছে না আসো
মনে না রেখ
নিভৃতে তোমাকে ভালবেসে যাবো
ইহকালে না পেলে পরকালে চাইবো।

বিএফ- বর কোন কিছু হতে চাই না আর
শুধু একটু মনে রেখ,
এই আগাছা বন্ধু
বিপদ-আপদে পাশে থাকবে তোমার....