ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
সুন্দরগঞ্জের পিতা,
জনতার সকল ভয় দূর করেন
হয়ে বাঘ্র চিতা।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
সুন্দরগঞ্জের গর্ব,
জনতার পক্ষে কাজ করে
অন্যায়ের দূর করে দর্প।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
সুন্দরগঞ্জের শক্তি,
তাই সকল জনতা
শ্রদ্ধা ভরে করে তারে ভক্তি।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
সুন্দরগঞ্জের উন্নয়ের নাম,
সুন্দরগঞ্জ কে ভালবেসে
দিচ্ছে তার দাম।