লকডাউন
শাটডাউন
চাই না আর ভাই
পেটে যে খাবার নাই।

লকডাউন
শাটডাউন
আমাদের গরীবের জন্য নয়
পেট যে খাবার চায়
করোনা কে করেনা ভয়।

লকডাউন
শাটডাউন
দিচ্ছে বড্ড যাতা
হে সরকার যত দ্রুত সম্ভব
বন্ধ করুন লকডাউনের খাতা।